রূপসা প্রতিনিধি : রূপসা ইউসিসিএ লিমিটেড এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকালে পল্লী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান গোপালচন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ।
ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন সোনালী ব্যাংক কাজদিয়া শাখার ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার কাজী সাইদুজ্জামান,হিসাব রক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সাবেক ইউসিসিএ চেয়ারম্যান এ্যাডঃ সুশীল কুমার পাল, আবু আফজাল সরদার,পরিদর্শক গোপাল চন্দ্র কুশারী, আবুল হাসান, গীতা রানী মহলী, তাপস কুমার কুন্ডু, ফিল্ড অফিসার অনিমেষ আঁশ, অফিস সহকারী দেবাশিষ সরকার, সমবায়ী সুজন কুমার বসু, আঃ গফফার, নিমাই চন্দ্র দাস, সামসুর রহমান, রতন শিকদার, অমলা রানী শিকদার, অরুপ কুমার পাল প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী সমিতি ও সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
This page is fabulous. The splendid substance shows the manager’s energy. I’m overwhelmed and envision additional such extraordinary posts.