নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ জুন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম প্রতীক) এসএম হাবিবকে বিজয়ী করার লক্ষে নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়পুর-নিকলাপুর গ্রামের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে (শুক্রবার) বিকেল ৪টায় নিকলাপুরস্থ মেহেরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, খুলনা বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ মতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওলিয়ার রহমানের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার শেখ, মোঃ বেনজীর হোসেন, ইউপি সদস্য লিপিকা রাণী দাস, মোঃ কামরুল ইসলাম, কৃষক লীগ নেতা মোঃ জিয়াউদ্দিন, আওয়ামী লীগ নেতা আলী আকবর শেখ, মোঃ জাকির হোসেন, মোঃ মন্টু হাওলাদার, যুবলীগ নেতা মোঃ জাহিদ হোসেন, মোঃ সজীব শেখ, আব্দুর রহিম মিনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক লীগ নেতা মোঃ কবির হোসেন, মোঃ হাসান ব্যাপারী, আব্দুস সালাম শেখ প্রমূখ।
Leave a Reply