রূপসা প্রতিনিধি : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী(টেলিফোন),উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা আজ ৩০ মে বিকালে ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের বাড়িতে বাড়িতে তৃমূল জনসাধারণের সাথে মতবিনিময় ও গনসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল,উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম ফকির,ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব তাহিদুল ইসলাম মোল্যা,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা পরিমল বিশ্বাস,সাবেক ইউপি সদস্য সহদেব বৈরাগী, ঠাকুর মল্লিক,ঠাকুর অধিকারী,তাপস রায়,গৌতম দাস,সমীর মহলি,প্রবীর অধিকারী, অমলেশ রায়,মুকুন্দ মল্লিক,চিত্ত মল্লিক,ইমন মোল্যা,আওয়ামীলীগ নেতা আমজাদ শিকদার,এসএম ইদ্রিস আলী,শিকদার মুস্তাহিন,ইউনুস আলী সরদার,রুস্তম মোল্লা, আঃ সালাম শেখ, আঃ কালাম, আওয়ামীলীগ নেতা রেজোয়ান শেখ,ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য মনির ফকির,ইউপি সদস্য শফিকুল ইসলাম ফকির, যুবলীগ নেতা রবিউল ইসলাম, হাবিব ফকির, সোহেল ফকির, নাহিদুর রহমান,শাহাদুল মোল্যা,সৈয়দ মুসা, হাসান আলী, মাহবুবুর রহমান শাহানুর, সুফিয়ান শেখ, মুস্তাইন শেখ, অলোক রায়, শ্যামল গাইন, রাহুল শিকদার,আসলাম হোসেন,মিশু হাওলাদার, মারুফ মুন্সী, জিহাদুল মুন্সী,ছাত্রলীগ নেতা মোল্যা ফরহাদ হোসেন, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রূপম দাস, ঘাটভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমাইন ইনকিয়াদ,সাধারন সম্পাদক সজীব পাল শুভ, রাকিবুল ইসলাম রকি,জাকির আলী, শিপন মোল্লা, মুরাদ মোল্লা, মোল্লা ফরহাদ হোসেন, কালাম সরদার, নাদিম মুন্সী, আশ্রাফ সরদার, আরিফ মোল্লা, ফজলে হোসেন শৈশব, সালাউদ্দিন, নাঈম শেখ, মনা, আজিজুল, নওরাজ, মাহফুজুর রহমান মানিক, সুফিয়ান, শ্যামল প্রমুখ।
[…] করবো-ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বী… পূর্ব রূপসায় হাবিবের নির্বাচনী […]