রূপসায় এনবিআর কর্মকর্তার মাকে কুপিয়ে হত্যা
- আপডেট :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ইন্সপেক্টর রায়হানের মা।
স্থানীয়রা জানায়, গত ২৪ মে স্বামী শহিদুল ইসলামের মৃত্যুর পর থেকে গুলফাম নাহার সেতারা ওই বাড়িতে একা থাকতেন। জীবদ্দশায় তার স্বামী সচিবালয়ে চাকুরি করতেন। এছাড়া তার একমাত্র ছেলে রায়হান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ইন্সপেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। শুক্রবার সকালে তার বাড়ীর কাজের মহিলা শাহিনুর এসে ডাকাডাকি করতে থাকেন। তবে গেটের দরজা খোলা ও ভিতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় তার সন্দেহ হয়। সে আশেপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখে, গুলফাম নাহার সেতারার রক্তাক্ত নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ১২ সেপ্টেম্বর রাত ১০ টার পর উক্ত মহিলা নিজ বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সন্ত্রাসীরা উক্ত বাড়ির ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারাকে হাত পা বেধে মাথায় আঘাত করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে সেতারা নিহত হয়। দূর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি খুলে নগদ টাকা, স্বর্নলংকার সহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। তবে কত টাকা ও কি কি মালামাল নিয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply