রূপসা প্রতিনিধি : রূপসায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে বিনামুল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান ৭ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
২০২৩/২৪ অর্থ বছরের জন্য রাজস্ব খাতের অর্থায়নে আঠার জন কৃষকের মাঝে সরিষাবীজ এবং ২ জনের মাঝে পেয়াজের বীজ ও ২০ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।
তাছাড়া গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষিরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় অর্ধশত কৃষের মাঝে প্রদর্শনীর জন্য মুসুর, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, রসুন, সরিষা ও পেয়াজের বীজ ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খামার বাড়ি খুলনার উপ পরিচালক, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান), মহাদেব সানা, অতিরিক্ত উপ পরিচালক ( পিপি) এস এম মিজান মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলমগীর হোসেন।
উপ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিতিশ কুমার বালার পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, উপ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমীলা রায়, রাজু আহম্মেদ, সোহেল রানা প্রমুখ।
[…] […]