নিজস্ব প্রতিবেদক : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবকে বিজয়ী করার লক্ষে তালিমপুর গ্রামবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮মে) বিকালে বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান।
নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান, মোঃ ওলিয়ার রহমান মাস্টার, সংরক্ষিত ইউপি সদস্য লিপিকা রাণী দাস, মহিলা আওয়ামী লীগ নেতা রোকেয়া বেগম, রেখা বেগম, যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন, আওয়ামী লীগ নেতা আলী আকবর শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈনুদ্দিন, মোঃ মন্টু হাওলাদার, সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, কৃষক লীগ নেতা মোঃ জিয়াউদ্দিন জিয়া, যুবলীগ নেতা মোঃ জাহিদুর রহমান, সমাজসেবক মোঃ মহিউদ্দিন তানসেন, আওয়ামী লীগ নেতা
আঃ মালেক শেখ, মোঃ আহাদুজ্জামান আহাদ, আব্দুস সালাম শেখ, আজহার শেখ, মোঃ মজিবর রহমান, মোঃ মোস্তাকিম শেখ, মোঃ বাবু শেখ প্রমুখ।
[…] নিপিড়িত মানুষের ভরসাস্থল” রূপসায় চেয়ারম্যান প্রার্থী হাবিবের প… কুয়েটে “অকুপেশনাল সেফটি হেলথ এন্ড […]