রূপসা প্রতিনিধি : “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রূপসায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ৩০ সেপ্টেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, তথ্য কর্মকর্তা দিলশানারা, পল্লী দারিদ্র্য বিমোচোন কর্মকর্তা রেহেনা আক্তার, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান, তাবাসসুম কবীর তাছনিম, কাজী মালিহা মাহমুদ, আছিয়া খাতুন প্রমূখ।
Leave a Reply