রূপসা প্রতিনিধি : স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান এই স্লোগানকে সামনে রেখে রূপসা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,রূপসা থানা পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান।
প্রধান শিক্ষক ফারহানা আক্তার পরিচালনায় বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সাব রেজিষ্ট্রার মোঃ আবু রায়হান, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, সন্তোষ কুমার চিন্তাপাত্র, মুনসুর বিশ্বাস, ইউপি সদস্য আসাবুর শেখ, কানিজ ফাতেমা, হোসনেয়ারা পারভিন প্রমূখ।
এরপর রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
[…] সাথে রয়্যাল মেশিনারিজের মতবিনিময় রূপসায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে… খুলনায় শিশুশ্রম নিরসন বিষয়ক […]