রূপসা প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন শাখার কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ২২ জুন (শনিবার) বিকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সম্পাদক প্রভাষক বিশ্বজিত কুমার পাল।
প্রধান বক্তার বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি আশিষ কুমার রায়,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন সেন,পূজা পরিষদ নেতা উজ্জল কুমার পাল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা সুধীর কুমার দাস।
বক্তৃতা করেন রঞ্জু হালদার, প্রবীর নন্দী, জন দাস, রনজিত কুমার সেন, নৈহাটী পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, সাধারন সম্পাদক তন্ময় কুমার পাল, নিরঞ্জন ঘোষ, দিলিপ ঘোষ, সুকুমার ঘোষ, সুজিত চক্রবর্তী, রতন ধর, সঞ্জয় ধর, সুভাষ রাহা, কানাই হালদার, দিপক কুমার দত্ত, গোপিনাথ সেন, প্রবীর দত্ত, রাজু রায়, শিপন নন্দী, হৃদয় বর্দ্ধন, অপূর্ব দাস, সুজয় নন্দী, দীপ্ত নন্দী, সঞ্জয় রায়, অথৈ রায়, সুমন নন্দী, সৌম্য রায়, সৈকত রায়, সুকুমার ঘোষ, অঙ্কুর নন্দী,শিপন নন্দী,অনিক দত্ত, লিটন হালদার প্রমূখ।
সভায় রঞ্জ হালদার কে সভাপতি করে, প্রবীর নন্দীকে সাধারণ সম্পাদক এবং শিপন নন্দীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
[…] […]