রূপসা প্রতিনিধি : ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের মধ্য দিয়ে রূপসা নদীর পূর্ব পাড়ে শায়ীত শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর স্মরণে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে।
রূপসা প্রেসক্লাবের আয়োজনে ১২ ডিসেম্বর রাত ১২টায় ক্লাবের সামনে টুর্নামেন্টের পুরস্কর বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে গোপালগঞ্জের ইমন-ইমন জুটিকে হারিয়ে সাতক্ষীরার অপু-রিয়াদ জুটি চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছে রিয়াদ।
বিজয়ীদের মাঝে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার মোঃ রবিউল ইসলাম পলাশ, সারাহ সুপার স্টোরের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম সুমন, রূপসা থানার এসআই মোঃ ইমরান, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, মেসার্স সুলতান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবু হুরাইরা, উপজেলা আওয়ামীলীগ নেতা এমডি রকিব উদ্দীন, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী ও সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণুর যৌথ পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সদস্য হোসাইন আহমেদ, আল মাহমুদ প্রিন্স, হামিদুল হক, আখতার খান, আবু হারুন আর রশিদ, বেনজীর হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, মুহাঃ নাঈমুজ্জামান শরীফ, রেজাঊল ইসলাম তুরান।
উল্লেখ, দেশ স্বাধীনের মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনাকে শত্রুমুক্ত করার অঙ্গিকার নিয়ে রণতরী পলাশ, পদ্মা ও গানবোট পানভেল নিয়ে যাত্রাকালে শিপইয়ার্ডের অদুরে বিমানের নিক্ষিপ্ত গোলাবর্ষনে ‘পলাশে’ থাকা স্বাধীন বাংলার এ দুই সূর্যসন্তানসহ অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ রূপসা নদীর পূর্ব পাড়ে সমাহিত করে।
১৯৯৭ সালে রূপসার সাংবাদিক সমাজ এ দুই শহীদ বীরের সমাধী মাজারে রূপান্তরিত করার লক্ষ্যে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তা বাস্তবায়ন করে।
এরপর থেকে ধারাবাহিকভাবে রূপসা প্রেসক্লাব ওই দুই বীরের স্মরণে অনুণ্ঠান করে আসছে। প্রতি বছরের ন্যায় রূপসা প্রেসক্লাব এবছরও এ দুই বীরের স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের মধ্যে ছিলো ৯ ডিসেম্বর বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ৮দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন, ১০ ডিসেম্বর সকাল ৯টায় পূর্ব রূপসাস্থ মাজার প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলা ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান ও সন্ধ্যায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।
অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত দিনে অনুষ্ঠিত হলেও বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত হওয়ার কারণে ১০ডিসেম্বরের টুর্ণামেন্ট ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
[…] […]