রূপসা প্রতিনিধি : রূপসায় পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আজ ৪ জুলাই সকালে পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা।
পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান, ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল,হিসাবরক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী হিসাব রক্ষক রবিউল ইসলাম ফকির ,প্রধান পরিদর্শক গোপাল চন্দ্র কুশারী।
এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক আবুল হাসান শেখ, তাপস কুন্ডু,গীতা রাণী মহলী, অনিমেষ আঁশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, ইউপি সদস্য মোঃ মইন উদ্দীন, মো: ইন্তাজ মোল্লা, দাউদ আলী, কৃষকলীগ নেতা ফারুক মল্লিক, জাহিদ শেখ প্রমূখ।
Leave a Reply