রূপসা প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন শাখার কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা আজ ১২ জুন রাতে নৈহাটি কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পূজা পরিষদ নেতা পিন্টু গোপাল দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। বক্তৃতা করেন উপজেলা পূজা পরিষদ নেতা গোপাল চন্দ্র মন্ডল, সমর কুমার মন্ডল,বিনয় কৃষ্ণ বাছাড়, পরিমল বিশ্বাস, রনজিত সেন, চিত্ত রঞ্জন সেন, পরিমল কুমার দত্ত, পরিমল কুমার কুন্ডু, ললিত মোহন পাল, বাপ্পি পদ দে, দেবব্রত পাল, অভিজিৎ বিশ্বাস, সুফল পাল, সঞ্জয় ভট্টাচার্য, রাজীব বিশ্বাস, বাধন কুন্ডু, উজ্জল কুমার রুদ্র প্রমূখ।
আলোচনা সভায় পিন্টু গোপাল দে কে সভাপতি এবং তন্ময় পালকে সাধারণ সম্পাদক ও সত্যজিত পাল সেতুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
[…] […]