রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গ্রন্থগারীক পদে জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী নেওয়ার অভিযোগে রতন মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মনির হোসেন বাদী হয়ে খুলনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলার আসামী রতন মন্ডল উপজেলার ডোবা মধ্যপাড়া গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, আসামী রতন মন্ডল আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থগারীক পদের জন্য গত ইং- ০৬/০৭/২০১৭ তারিখে যথারীতি নিয়মতান্ত্রিকভাবে কৃতকার্য হয়ে গত ইং- ১২/০৭/২০১৭ তারিখে কাজে যোগদান করেন। আসামী ০১/০১/২০১৯ এমপিওভুক্ত হয় এবং ২১ হাজার ৮৯৭ টাকা স্কেলে বেতন নির্ধারিত হয়। ইতিমধ্যে দায়িত্ব পালনকালে গত ২৫/০৭/২০২৪ তারিখে এলাকাবাসীর স্বাক্ষরিত এক দরখাস্তের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বাক্ষীগণ জানতে পারেন যে আসামী তার উক্ত পদে নিয়োগ পরীক্ষার পূর্বে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্রন্থাগারিক পদের জন্য যে সার্টিফিকেটে নিয়োগপ্রাপ্ত হয়েছে তা জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা এবং যা ওয়েব সাইটে ও খুঁজেয়া পাওয়া যায়নি।
সেই প্রেক্ষিতে আসামীর দাখিলকৃত উক্ত জাল সার্টিফিকেট জমা দেয়ার বিষয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির গত ১২/১২/২০২৪ তারিখের সভার সিদ্ধান্ত মতে আসামীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আসামী তার জবাব না দিয়া কাল ক্ষেপন করতে থাকে।
বিদ্যালয়ের তৎকালীন সময়ে ম্যানেজিং কমিটির পরিবর্তন হওয়াই দলীয় প্রভাব খাটিয়ে আসামী তৎকালীন প্রধান শিক্ষকের নিকট থেকে তার নিয়োগ সংক্রান্ত ফাইল ছিনিয়ে নেয় এবং উক্ত ফাইল এপর্যন্ত বহু তাগিদ দেয়া সত্ত্বেও বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট ফেরত দেননি।
পরবর্তীতে সুচতুর আসামী রতন মন্ডল ২০১৯ সালে এশিয়ান ইউনিভার্সিটির আর একটি সার্টিফিকেট বেতন-ভাতা উত্তোলনের জন্য দাখিল করেন এবং আসামী সরকারি বেতনভুক্ত হয়। তথাপী আসামীর ২য় বারে দাখিলকৃত সার্টিফিকেট পরীক্ষা নিরিক্ষাসহ কর্তৃপক্ষ ওয়েব সাইটে ওই সার্টিফিকেটের কোন অস্তিত্ব খুঁজে পাায়নি।
আসামীর চাকরী সংক্রান্ত বিষয়ে তঞ্চকতার আশ্রয় গ্রহন করে বিদ্যালয়ে সহকারী গ্রন্থগারীক পদে চাকুরীর বিষয়ে জাল সার্টিফিকেট সমূহ জমাদানের প্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির গত ০১/০৮/২০২৪ তারিখ বেলা ১১টায় অনুষ্ঠিত সভার সিদ্ধান্তমতে বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং উক্ত মামলার বাদীকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়। মামলার ধারা ৪২০/৪০৮/৪৬৮/৪৭১ দঃবিঃ।
Leave a Reply