রূপসা প্রতিনিধি : রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২য় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকালে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র।
সন্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জ্যোৎসা চট্টোপাধ্যায়।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান,কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুমা রানী রায়, সহকারী কমিশনার, দীপেন সাধক রনি, প্রিয়াংকা রানী কুন্ডু, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সাবেক শিক্ষক শেখ ওলিয়ার রহমান।
সভায় সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান।
সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সুজিত মুখার্জী, অধ্যাপক আল মামুন সরকার, প্রকৌশলী সুখেন রায়, জেলা আওয়ামীলীগ নেতা অমিয় অধিকারি, খুলনা জেলা মৎসজীবিলীগের সাধারন সম্পাদক সরদার ফেরদৌস আহম্মেদ তন্ময়, প্রভাষক মনি শংকর নাগ, আওয়ামীলীগ নেতা শাহনিয়াজ মাগদুম, কৃষকলীগ নেতা ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, ইউপি সদস্য হুমায়ূন মোড়ল, জাহিদ হাসান বাদশা, জিয়ারুল ইসলাম শফিকুল ইসলাম, স্বপ্না রানী পাল প্রমূখ।
Leave a Reply