নিজম্ব প্রতিবেদক : খুলনা জেলা গোয়েন্দা পুলিশ রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে অনিল কুমার বিশ^াস ওরফে অনিক (৪০) নামে একজন ভূয়া পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে। ১৯ অক্টোবর রাত ১১টায় রূপসা থানাধীন খানজাহাল আলী সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থানকালে অনিল কুমার বিশ্বাস ওরফে অনিককে গ্রেফতার করে। সে চুয়াডাঙ্গা সদর থানার হিজলাগাড়ী গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাসের ছেলে।
উক্ত অনিক ফকিরহাটের লকপুর এলাকায় বসবাস করছিলো। তার হেফাজত হতে হতে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র্যাংক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কোটি যার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে ঝই লেখা আছে, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট। পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি ৩জ সাইজের লেমিনিটেড ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি ৮ ইঞ্চিদ্ধ৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি, আসামীর নিজ নামীয় ০২টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
Wow, wonderful weblog format! How lengthy have you been blogging
for? you make running a blog look easy. The full glance of your site is
excellent, let alone the content material! You can see similar:
najlepszy sklep
and here e-commerce