রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া (৭৩) গতকাল রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ———— রাজিউন। ২১ নভেম্বর সকালে সরকারী বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহিন, খুলনা জেলা কৃষকলীগের সভাপতি, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সরদার মাহবুবুর রহমান, সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সরদার কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ, মোঃ মুনসুর আলী বিশ্বাস, আলী আকবর, সাত্তার মোল্যা, আতিয়ার খন্দকার, বজুলর রশীদ আজাদ, মোঃ আবু বক্কর, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, ইউপি সদস্য কায়সার মল্লিক সোহেল, আইচগাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি মেজবাহবুর রহমান, আঃ রউফ শিকদার, সৈয়দ আশিক আহসান লিখন, শহিদুল ইসলাম, আদনান বিশ্বাস, ওমর, মিমোসহ অনেকে।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপূর্বে তার মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটেযান সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজীব দাস টাল্টু, সুব্রত চিন্তাপাত্র, শোভন প্রমুখ।
আরো পড়ুন-
Leave a Reply