বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
বিজয় দিবস উপল‌ক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকত পলি‌থিন বর্জ্য প‌রিচ্ছন্নতার উ‌দ্যোগ গ্রহন পটুয়াখালীর কলাপাড়ায় “শিক্ষা শিশুর অধিকার” বিষ‌য়ে আস্থা প্রক‌ল্পের মতবিনিময় মানুষ মানু‌ষের জন্য একটু সহানু‌ভু‌তি কি মানুষ পে‌তে পা‌রে না রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই দুই মাছ কোম্পানি থেকে ৫৬০ কেজি চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা মোংলা কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও হরিণের মাংসসহ আটক-৩ বাগেরহাটে খানপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ তালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক যুব সংলাপ তালায় নাগরিক কমিটির মাসিক সভা খালেদা জিয়া ও বিএনপি নেতা মিকাঈলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই

রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই

রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই

নিজস্ব প্রতিবেদক : পূর্ব রূপসায় পুলিশের বাধার মুখে রুগ্ন গরু জবাই করতে না পেরে সাংবাদিকের উপর চটলেন কসাই রেজাউল। এদিকে স্থানীয় ফাঁড়ি পুলিশ জব্দকৃত ওই রুগ্ন গরু নিয়ে মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আবার ওই ব্যবসায়ীর জিম্মাই গরুটি দিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর ভোরে বাগমারা গ্রামের মৃত হাবিব এর ছেলে কসাই রেজাউল একটি রুগ্ন গরু পূর্ব রূপসা গরুর হাটের শেড ঘরের চাতালে জবাই করার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই নকিব ইকবল সেখানে উপস্থিত হয়ে গরুটি জব্দ করে। এ সময় ওই ফাঁড়ি পুলিশের ইনচার্জ রুগ্ন গরুর মালিক অসাধু মাংস ব্যবসায়ী রেজাউলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করে পুনরায় গরুটি ওই কসাইয়ের জিম্মায় দিয়ে চলে যান। যাওয়ার সময় ডাক্তারি পরীক্ষা না করে ওই গরু জবাই না করারও নির্দেশ দেন ফাঁড়ি ইনচার্জ।

এদিকে ফাঁড়ি পুলিশ রুগ্ন গরু জবাই করার প্রস্তুতিকালে জব্দ করেছে সংবাদ শুনে রূপসা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি বাগমারা গ্রামের বাসিন্দা এস এম মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে গরু দেখে আশে পাশে খোঁজ-খবর নেন। একপর্যায় ফাঁড়ি পুলিশের ইনচার্জ ও কনষ্টেবলের কাছে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করতে থাকেন। লাইভ চলাকালে রেজাউল সেখানে উপস্থিত হয়ে উত্তেজিত হয়ে সাংবাদিক মাহবুবের উপর মারমুখি উগ্র আচরণ করেন। যা লাইভে থাকা বহু মানুষ প্রত্যক্ষ করেন। এনিয়ে জনমনে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়। পরে রেজাউল গরুটি বিক্রেতাকে ফেরত দেওয়ার কথা বলে পুলিশের সহযোগিতায় নিজ বাড়িতে নিয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে মধ্যরাতে এই রেজাউল একটি রুগ্ন গরু বটিয়াঘাটার বাইনতলা থেকে পূর্ব রূপসা আনার সময় পথিমধ্যে মারা যেতে থাকলে তা জবাই করে রেজাউল গং। বিষয়টি তৎকালীন জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম তাদের আটক করে ত্রিশ হাজার টাকায় দফারফা করে। এর তিন চার দিন পর চোরাই গরু নিজ জিম্মায় রাখার অভিযোগে পুলিশ গভীর রাতে রেজাউলের বাড়ি অভিযান চালায়। ওই সময় রেজাউলকে না পেয়ে তার ভাইপো হোসেনকে চোরাই গরুসহ আটক করে পুলিশ।

সাংবাদিকের সাথে রেজাউলের উগ্র আচরনের সত্যতা স্বীকার করে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নকিব ইকবল বলেন গরুটি দেখে অসুস্থ মনে হচ্ছিলো। এছাড়া গরুটির পায়ে আঘাতপ্রাপ্ত ছিলো বলে গরুর মালিক দাবি করেছে। পরে রেজাউল আমাকে জানিয়েছে গরুটি বিক্রেতা নাকি ফেরত দিয়েছে।

 

দুই মাছ কোম্পানি থেকে ৫৬০ কেজি চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *