রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারস্থ পিঠাভোগ গ্রামের প্রয়াত পুলিন পালের বাড়িতে ৮ম প্রহর ব্যাপি বাৎসরিক মহানাম-যজ্ঞানুষ্ঠান গতকাল ২৫ জানুয়ারী সন্ধায় শুরু হয়ে আজ ২৬ জানুয়ারী রাত ব্যাপি অনুষ্ঠিত হবে।
স্বর্গীয় পুলিন পালের ছেলে মিলন কান্তি পাল প্রতি বছর গতহয়ে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় মহানাম যজ্ঞের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে মহানাম সংকীর্তন পাঠ করবেন গোপালগঞ্জ থেকে আগত জয় রাই সম্প্রদায়, যশোর থেকে আগত গোসাই সম্প্রদায়, সাতক্ষীরা থেকে আগত, গুরু কৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাট থেকে আগত, বন্ধন মুক্তি সম্প্রদায় ও যশোর থেকে আগত, যুগোল কিশোর সম্প্রদায়।
তাছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মোল্লা তাহিদুল ইসলামসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ।
Leave a Reply