নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। তারা অরাজকতা সৃষ্টি করে দেশের সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে চায়। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার উপর দাঁড়িয়ে অনুন্নত বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি সহ বাংলাদেশকে নিরাপদ বাসভূমি হিসেবে গড়ে তুলেছেন। আমরা তাকে সহযোগিতা করে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।
তিনি আরো বলেন, দেশে একটি অপশক্তি রয়েছে যারা ক্ষমতায় আসলে দেশ আবার পিছিয়ে যাবে। দেশের চলমান উন্নয়ন ব্যাহত হবে। তাই আসন্ন নির্বাচনে শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩ অক্টোবর দিনব্যাপী রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পুজারীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
একই দিন রাত ৮ টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কি দেয়াড়া ঐতিহ্যবাহী স্বর্ণময়ী কালী মন্দিরে প্রধান অতিথির বক্তৃতায় এমপি সালাম মূর্শেদী বলেন, ‘এই উৎসব আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে এই উৎসব পালন করি। আমাদের সম্প্রীতি যেন সবসময় বজায় থাকে।
কোনো দুষ্ট চক্র যাতে আমাদের এই সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। এই দেশ, এই মাটি, এই মাতৃভূমি আমাদের সকলের। আমরা মাকে যেভাবে ভক্তি-শ্রদ্ধা করি, সেভাবেই দেশকে ভালোবাসি। এখানে কোনো বিভেদ নেই।’ তাই সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখতে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ. ম. আব্দুস সালাম, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মকবুল, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আইয়ুব, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সহ-সভাপতি মোঃ জনাব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাজা মিয়া, রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা জিয়াউর রহমান, কাজী কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, সদস্য আকরাম মোল্লা, বাদশা মল্লিক, মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আনিসুল হক, সাধারণ সম্পাদক খান ফারহাদুজ্জামান সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হুমায়ূন আহমেদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ছাচিয়াদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনাদি মোহন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিন লস্কর, ছাকলাদাহ ইউনিয়ন চেয়ারম্যান দ্বীন ইসলাম, আজগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শাফাত হোসেন, ৬নং তেরখাদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অরুণ, ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম, ইকরাদুল ইসলাম, কামরান শেখ, খোকন শেখ, সোহাগ শেখ, সাফিরুল বেগম, জাহাঙ্গীর মুন্সী আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পিলু, আইচগাতি মিল্কি দেয়াড়া স্বর্ণময়ী কালী মন্দিরের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু , ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ওয়াহিদুর রহমান মিন্টু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আরিফুজ্জামান মিঠু, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরমান মিয়া, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নূর ইসলাম সরদার, সাধারণ সম্পাদক দাউদ আলী, আশিক খান, রেজাউল করিম রেজা, মাহমুদ খান, রাসেল প্রমুখ।
Leave a Reply