নিজম্ব প্রতিবেদক : রূপসার চিহ্নত সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে রূপসার সাংবাদিক মাসুম সরদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ৮ মে বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। রূপসার সম্মিলিত সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সৈয়দ জালিস মাহমুদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এস এম মাহবুবুর রহমান বলেন, খুনি এরশাদ মানুষ হত্যা করে দুধ দিয়ে গোসল করে উল্লাস করতেন। ঠিক তেমনি সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ প্রকাশ করায় কৃষকলীগ নেতা আরমান সাংবাদিক মাসুম সরদারের উপর হামলা চালিয়ে সেই ভিডিও ফুটেজ তার ফেসবুকে প্রচার করে উল্লাস করেছে। এক্ষেত্রে এরশাদ শিকদার ও আরমানের মধ্যে কোন তফাৎ নেই। শুধু তাই নয় তার মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। হামলাকারী যেই হোক তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভাপতির বক্তৃতায় সৈয়দ মোরশেদ আলম বাবু বলেন, যুবলীগ নেতা অয়নকে ছুরিকাঘাত করা মামলার বরাত দিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মো. মাসুম সরদারকে ছুরি ঠেকিয়ে বেদম মারপিট এবং তার পকেটে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতারপূর্বক শাস্তি দিতে হবে। সাংবাদিকরা সব সময় নিরেপক্ষ এবং দেশের জন্য কাজ করে থাকে। চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে সাংবাদিকদের কলম থামবে না। গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিটি উপজেলা এবং জেলায় প্রতিবাদ ও মানববন্ধনে ডাক দেওয়া হবে।
রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশীদ আলী, বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক খান মিজানুর রহমান, আবু হারুনার রশিদ, মোঃ বেনজীর হোসেন, শেখ আশিকুর রহমান বাবু, নাহিদ জামান, আব্দুল মজিদ শেখ, ইউসা মোল্লা, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্জ, মিলন মোল্লা, রেজাউল ইসলাম তুরান, মোড়ল জাফরিন প্রমূখ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও পথচারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, রূপসার আইচগাতী ইউনিয়নের যুবলীগ নেতা অয়নকে ছুরিকাঘাত মামলার আসামীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ মে বিকেলে ডেলটা ঘাটে সাংবাদিক মো. মাসুম সরদারকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে আরমান বাহিনী। এঘটনায় খুলনা সদর থানায় আরমানসহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply