নিজম্ব প্রতিবেদক : ২ ৭ নভেম্বর রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরাম গঠনের লক্ষ্যে উপজেলা যুব ফোরামের সম্ভাব্য সদস্য নির্বাচন ও যুব ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নবারুন উচ্চ বলিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত সভায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় জেলা সমন্বয়কারী মাসুদ রানা প্রকল্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন কর্মী নাজমুল আলম মুন্না।
উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ নুরে আলম এর সভাপতিত্বে উপজেলার ১৪টি ইউনিয়নের ৩০ জন যুব প্রতিনিধির উপস্থিতি এবং সর্বসম্মতিক্রমে ১ জনকে আহবায়ক ও ২ জনকে যুগ্ম-আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে উপজেলা যুব ফোরাম গঠন করা হয়।
আরো পড়ুন-
Leave a Reply