নতুন সকাল ডেস্ক : মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দে বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। আত্মসুদ্ধির মহান দিক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল-ফিতরের আনন্দময় মুহুর্ত। ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুসির বন্যা নিয়ে আসুক ভুলিয়ে দিক সব বিবেক। সেই প্রত্যাশায় তেরখাদা-রূপসা-দিঘলিয়াবাসীর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে
শারমিন সালাম
বিশিষ্ট সমাজসেবী
ও
ব্যাবস্থাপনা পরিচালক
এনভয় গ্রুপ।
Leave a Reply