বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
হাবিব-রুনার চমক, আব্দুল্লাহ যোবায়েরের হ্যাট্রিক : বাদশা-মনার বিদায়

হাবিব-রুনার চমক, আব্দুল্লাহ যোবায়েরের হ্যাট্রিক : বাদশা-মনার বিদায়

হাবিব-রুনার চমক, আব্দুল্লাহ যোবায়েরের হ্যাট্রিক : বাদশা-মনার বিদায়

নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের চমক দেখালেন চেয়ারম্যান পদে এস এম হাবিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা রুনা। তৃতীয়বারের মত বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের হ্যাট্রিক করলেন ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের।

আর ভোটের রায় বিপক্ষে থাকায় বিদায় নিতে হলো একটানা ১০ বছর চেয়ারম্যান পদে থাকা কামাল উদ্দীন বাদশা ও ৫ বছর মহিলা ভাইস চেয়ারম্যান পদে থাকা ফারহানা আফরোজ মনাকে।

৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ শেষে ওই দিনগত রাতে উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার জান্নাতুল ইসলাম।

নির্বাচনে এসএম হাবিব দোয়াত কলম প্রতিকে ২৫৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ২৪০৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের তালা প্রতিকে ৩৯,৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১৭,৭৩৬ ভোট।

হিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা প্রজাপতি প্রতিকে ৩৬,৬৯৮ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা আফরোজ মনা কলস প্রতিকে পেয়েছেন ২৭,৭০৬ ভোট।

সংবাদটি শেয়ার করুন

One response to “হাবিব-রুনার চমক, আব্দুল্লাহ যোবায়েরের হ্যাট্রিক : বাদশা-মনার বিদায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।