হাসানুজ্জামান : বর্তমান সময়ের সফল উদ্যোক্তাদের ভিতর অন্যতম একজন মারুফ লিয়াকত।
ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন অথচ মারুফ লিয়াকত কে চিনেন না এমন লোকের সংখ্যা হয়তো হাতেগোনা কাতারে পড়বে।
গুণগত দিক দিয়ে সেরা সেবা দিয়ে যাচ্ছে তার প্রতিষ্ঠান ইন্টেরিয়র স্টুডিও। তার প্রতিষ্ঠান এর মাধ্যমে মিটেছে বহু বেকারের কর্ম সংস্থানের চাহিদা।
মারুফ লিয়াকত এর প্রতিষ্ঠানের কাজের পাশাপাশি চলছে বইয়ের কাজ। বইমেলা ২৪ এ প্রকাশিত হতে যাচ্ছে তার বই “ইন্টেরিয়র ডিজাইন”। বই সম্পর্কে জানতে গেলে তিনি জানান, বইটিতে ইন্টেরিয়র ডিজাইন এর খুঁটিনাটি সব তুলে ধরা হয়েছে। আমি আশাবাদী বই থেকে ধারণা নিয়ে এ বিষয়ে আগ্রহীরা উপকৃত হতে পারবেন।
Leave a Reply