ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নে বউ’র যন্ত্রণা সহ্য করতে না পেরে সাবেক আর্মি অফিসার রফিকুল ইসলাম গোলদার (৫০) নামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
এলকা ও পু্লিশ সূত্রে জানাযায়,শনিবার দিবাগত রাতে রফিকুল ইসলাম খাবার খেয়ে বাসা থেকে বের হয়। পরে রাতে আর বাড়ি না ফেরায় সকালে তার পরিবারের লোকজন খুঁজাখুঁজি করতে থাকে। একপর্যায় বাড়ীর পাশে একটি পরিত্যাক্ত ঘরের মধ্যে ডাবার সাথে রশি দিয়ে বাধা অবস্থায় লাশ ঝুলতে দেখে। পু্লিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকার ভাষ্যমতে, ওইদিন তার বউ’র সাথে সামান্য কারণে মনোমালিন হয়েছিল। তাছাড়া চাকরী ছেড়ে বাড়ী আসার পর থেকে কারণে অকারণে ঝগড়াঝাঁটি ২জনের মধো লেগে থাকতো। মাঝেমধ্যে ওই ব্যক্তি বলতো বউ’র কারণে আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। সেটাই হয়েছে।
[…] […]