নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলা সদরে অবস্থিত স্বপ্ন সিড়ি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এ ভুল চিকিৎসায় হুমায়রা (২৫) নামে এক গৃবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার ৭টা ২০ মিনিটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এর আগে ৬ টার দিকে ওই হাসপাতালে সিজার করে তার একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। মৃত হুমায়রা উপজেলার হাড়িখালী গ্রামের আবুল শেখ এর কণ্যা ও একই উপজেলার আটলিয়া গ্রামের জিকু শেখ এর স্ত্রী। সদ্য ভুমিষ্ট শিশু পুত্র অসুস্থ হয়ে পড়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা পশু হাসপাতালের পাশে গড়ে ওঠা স্বপ্ন সিড়ি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ চিকিৎসা সেবার নামে দীর্ঘ দিন ধরে অপচিকিৎসা করে আসছে। গত তিন মাস আগে মৃত মান্নান শেখ এর মেয়ে সীমা ওই হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যায়।ওই সময় নানাভাবে দেন-দরবার করে বিষয়টি মিট-মিমাংসা করে। এবারও বিষয়টি ধামা চাপা দেয়ার জন্য দেন-দরবারে নেমেছে একটি প্রভাবশালী মহল।
অপরেশনের পর রোগীর মৃত্যুর বিষয় স্বীকার করে ওই হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম বলেন- ডা. স্বাধন বিশ্বাস (এমবিবিএস) হুমায়রা নামের ওই রোগীর অপারেশন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন-হাসপাতালে অপারেশন রোগী মৃত্যুর বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রকার অবহেলা ও ত্রুটি থাকলে স্বাস্থ্যবিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
diet coke on keto https://ketodietplanus.com/
slovar po psihoanalizu laplansh
slovar po psihoanalizu laplansh