নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলী আকবর শেখ (৫২) আজ রোববার সকাল ৮টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান, ভাই-বোন ও আত্মীয়-সজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আলী আকবর রূপসা উপজেলার রহিমনগর গ্রামের মৃত আব্দুর রহমানের সেজো ছেলে। তিনি খুলনার সার্কিট হাউজ মাঠের সন্নিকটের বাসায় বসবাস করতেন।
জানা গেছে আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসায় থাকা অবস্থায় সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখের বুকে ব্যাথা দেখা দেয়। সাথে সাথে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৮ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তার লাশ বড় ভাই ওয়াহিদুজ্জামান লাবুর কাষ্টমঘাটের বাসায় নিয়ে আসা হয়।
আলী আকবরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীরা তাকে শেষ বারের দেখতে ছুটে আসতে থাকেন। এর আগে ২ত ২৯ জুন আলী আকবর হৃদ রোগে আক্রান্ত হয়ে খুলনার ফরটিক্স ক্লিনিকে ভর্তি হন। সেখানে তার অপারেশন করে হার্টে রিং পরানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখের নামাজে জানাযা আজ বাদ জোহর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এখানে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া আসর বাদ গ্রামের বাড়ি রহিম নগর মানিক সরদারের মাঠে দিত্বীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ একজন পরিছন্ন রাজনীতিক হিসেবে ছিলো তার ব্যাপক পরিচিতি। ছিলেন সদালপি ও সুমিষ্টভাষি। কারো বিপদ-আপদের সংবাদ শুনলেই ছুটে যেতেন। যে কারণে ২০০৯ সালের উপজেলা নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।
(আরো পড়ুন-সাংবাদিক পান্নার মৃত্যুতে আ’লীগ, মন্ত্রী মেয়র ও সংসদ সদস্যদের শোক)
[…] […]
[…] […]
keto intermittent fasting https://ketodietplanus.com/
❤️ You have unread messages from Ruth (2)! Click Here: https://bit.ly/3shp8ag?h=e08574f3c3a4b27c93837b668cc34d34- ❤️