শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ, ঝিনাইদহ জেলা শাখা। জেলা কৃষক লীগে এর আয়োজনে মঙ্গলবার সকালে ঝিনাইদহ শিল্পকলা একাডেমী চত্বরে বৃক্ষরোপণের মধ্যদিয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশীদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এসএম উজ্জল, সাংগঠনিক সম্পাদক বিএম রাজিব হাসান রাজু, অর্থ সম্পাদক এ্যাড. আব্দুল খালেক সাগর প্রমূখ। বক্তারা, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। আলোচনা সভা শেষে এতিম শিশুদের মাঝে ফল বিতরণ করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
(আরো পড়ুন-জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা)
(আরো পড়ুন-প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরে উঠলেন সেই দাতা ভিক্ষুক)
Leave a Reply