নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলার ৩ নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন তেরখাদার কোদলা গ্রামের কৃতিসন্তান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম বাবর।
ইতোমধ্যে ভোটারদের কাছে দোয়া প্রার্থনায় মাঠে সরব তিনি । স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে শিক্ষা শান্তির প্রগতির পতাকাকে বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন এস এম বদরুল আলম বাবর।
তিনি জন্মগত সূত্রে বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সদস্য। ১৯৯০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছাগলাদাহ ইউনিয়ন আদিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন, ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তেরখাদা উপজেলা ছাত্রলীগের সদস্য ও নর্থ খুলনা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।
১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এবং সভাপতি ছিলেন। ২০০৪ সাল হতে বর্তমান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এস এম বদরুল আলম বাবর বলেন, ছাত্রলীগ থেকে রাজনীতিতে সক্রিয় আছি।
দল আমার অতীত ও বর্তমান কর্মকান্ড বিবেচনা করে দলীয় ভাবে মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস। আর দলীয় ভাবে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে মাদকমুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও আদর্শ ছাগলাদহ ইউনিয়ন পরিষদ গঠনে সর্বস্থরের মানুষকে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।
Leave a Reply