পিরোজপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ ক্রমেই ছড়াচ্ছে। তাও হুঁশ ফিরছে না বাঙালীদের। মাস্ক ছাড়াই পথে, মাঠে, হাটে, ঘাটে বেরিয়ে পড়ছেন অনেকেই। তা ঠেকাতেই মঙ্গলবার (১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এই পরিচালনা করা হয়। এসময় রাস্তা দিয়ে যারা মাক্স ছাড়া যাতায়াত করছিলেন তাদেরকে মাক্স পড়ার জন্য পরামর্শ দেন এবং কয়েকশত মাক্স বিনামূল্যে মানুষের মাঝে বিতরন করেন।
এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম বলেন আমরা এখন থেকে পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক এ কার্যক্রম চালিয়ে যাব। করোনা সংক্রামন ঠেকাতে সরকারের নির্দেশ মোতাবেক মানুষের মাঝে আমরা এ প্রচার প্রচারনা চালিয়ে যাব।
Leave a Reply