রাসেল আহমেদ : করোনা পরিস্থিতিতে অসহায়ের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, শীতার্থদের ঠান্ডা নিবারণে শীতবস্ত্র বিতরণ, রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, রক্তসহ নগদ অর্থ প্রদানের মধ্যদিয়ে তেরখাদা-রূপসা ও দিঘলিয়া উপজেলায় গরীব-দুঃখী মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে সালাম মূর্শেদী সেবা সংঘ।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নামানুসারে স্বেচ্ছাসেবী সংগঠনটিতে কাজ করছেন এ তিন উপজেলার পরোপকারী তরুণ-তরুণীরা। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে সার্বিক তেরখাদা-রূপসা ও দিঘলিয়ার হতদরিদ্র পরিবারের খোঁজখবর রাখছেন এমপি পত্নী শারমীন সালাম। উঁচু-নিচু ভেদাভেদের দেওয়াল ভেঙে সাহায্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের ঘরে গিয়ে হাজির হন তিনি।
সংগঠনটির চেয়ারম্যান শারমীন সালাম বলেন, সালাম মূর্শেদী সংঘের মূল উদ্দেশ্য মানুষকে সেবা দেয়া। সকলের তরে সকলে আমরা, সকলেই পরের তরে। করোনাকালীন পরিস্থিতিতে দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, অসহায় রোগীদের সেবা, ওষুধ ও আর্থিক সহায়তা দেয়া, শীতার্থ মানুষের কাছে শীত বস্ত্র পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েই বছরখানেক সময় কাজ করছি। রোগীদের বাসায় বসিয়ে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করেছি।
সূত্রে জানা গেছে, সালাম মূর্শেদী সেবা সংঘে শতাধিক পরোপকারী তরুণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই কাজ করছে সংস্থাটি। খাদ্য, চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে মৃত ব্যক্তি দাফন বা সৎকার পর্যন্ত মানবসেবার যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে সালাম মূর্শেদী সেবা সংঘ।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মহান আল্লাহ্’র নিকট শুকরিয়া ও তেরখাদা-রূপসা-দিঘলিয়াবাসীর প্রতি কৃতজ্ঞ-যে মানুষের সেবা করার মতো তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন খুলেছেন। প্রধানমন্ত্রী এই আসনের মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, মানুষের সেবা করার মধ্যে যে কি আত্মতৃপ্তি তা বলে বোঝাতে পারবো না। আমার সহধর্মিনী শারমীন সালাম দিনরাত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে। আমার নির্বাচনী এলাকা তেরখাদা-রূপসা-দিঘলিয়াবাসী সকলেই সুখে-সাচ্ছন্দ্যে থাকবে, সে লক্ষ্যেই কাজ করছি।
Leave a Reply