বাবু, চাটমোহর (পাবনা) : আরটিভি আয়োজিত বাংলার গায়েন প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের প্রতিযোগী পাবনার চাটমোহরের সন্তান রাসেল ১২ জানুয়ারী মঙ্গলবার রাত আটটায় বিচারকের দেওয়া নম্বর ও দর্শকের রায়ের ভিত্তিতে সেরা-৯ এর মধ্যে স্থান করে নিয়েছেন। এর মধ্য দিয়ে আরো এক ধাপ সামনে এগিয়ে গেল রাসেল।
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের অন্ধ ও প্যারালাইসিসে আক্রান্ত এক দুখিনী মা মঞ্জুয়ারা বেগমের ছয় ছেলে মেয়ের মধ্যে সব চেয়ে ছোট ও আদরের সন্তান রাসেল মৃধা। গানের প্রতি ঝোঁক ছোট বেলা থেকেই। তাই তো অন্য কিছু করা হয়ে ওঠেনি তার জীবনে।
বাবা সবুর মৃধা মারা গেছেন প্রায় ৭ বছর আগে। অন্ধ মা ও রাসেলের দেখ ভাল করেন রাসেলের ভাইয়েরা। বাবা নেই মা ও অন্ধ। ভাইদের বিশ্বাস ছিল রাসেল একদিন বড় শিল্পী হবে। আজ তাদের সেই বিশ্বাস সত্যি হতে চলছে।
সেরাদের সেরা হতে দর্শকের সহযোগিতা চেয়েছেন উদীয়মান সঙ্গীত শিল্পী রাসেল মৃধা।
রাজশাহী বিভাগের একমাত্র প্রতিযোগী, চাটমোহরের গর্ব, পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্তান, টপ টেন- এ রাসেল’কে আরটিভির বাংলার গায়েন প্রতিযোগিতায় “বাংলার গায়েন” করতে ভোট করার জন্য বিনীত অনুরোধ করছি।
আপনার মেসেজ অপসনে গিয়ে টাইপ করুন BG স্পেস 321 এবং সেন্ড করুন 26969 নম্বরে। যতবার খুশি ততবার।
Leave a Reply