চাটমোহর (পাবনা) প্রতিনিধি : যোগাযোগের রাস্তা নেই,অথচ নির্মাণ করা হয়েছে সেতু। যেখানে প্রয়োজন নেই,সেখানেও সেতু তৈরি করা হয়েছে। সেতু নির্মাণ করা হলেও নেই কোন রকম সংযোগ সড়ক। সেতুর সাথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় এলাকাবাসীকে।
এমন নানা অসঙ্গতি,অপরিকল্পিত আর অপ্রয়োজনীয় সেতুর দেখা মেলে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন প্রান্তে। যে সেতুগুলো উপকারের পরিবর্তে দূর্ভোগ বাড়িয়েছে এলাকাবাসীর। ভুক্তভোগীদের প্রশ্ন সেতু নির্মাণের নামে সরকারের লাখ লাখ টাকা কেন অপচয় করা হয়েছে ? দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সেতুগুলো নির্মাণ করা হয়েছে।
চাটমোহর উপজেলার মূলগ্রামের সিংগার জোলা। জোলার উপর রেলওয়ে ব্রিজ। এই জোলার ওপরে নয়,জোলার পাশে কুদ্দুস সরকারের জমির পাশে একটি সেতু তৈরি করা হয়েছে। কোন গ্রামের বা কোন ফসলের মাঠের সাথে এর কোন সংযোগ নেই। প্রয়োজন না থাকলেও ২০১৫-২০১৬ অর্থবছরে সেতুটি নিমার্ণ করা হয়েছে ২১ লাখ ৩৫ হাজার টাবা ব্যয়ে। নদীর পাড়ে খালের উপর সেতুটি নির্মাণের কোন যৌক্তিকতা খুঁজে পায়নি এলাকাবাসী।
একই অবস্থা উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের পাশের সেতুটির। খলিশাগাড়ি বিলের পাড়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু। সেতুর উত্তর পাশে যাতায়াতের কোন রাস্তা নেই। ২০১৬-২০১৭ অর্থবছরে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। যা এখন পরিত্যক্ত। এলাকাবাসী জানান,গ্রামে ও বিলে যাতায়াতের জন্য দরকার রাস্তার। কিন্তু রাস্তা না বানিয়ে বানানো হয়েছে সেতু। যা এলাকাবাসীর কোন কাজে আসছে না।
অপরদিকে উপজেলার নিমাইচড়া গ্রামে সেতু নির্মাণ হলেও সংযোগ সড়কে মাটি ফেলা হয়নি। ফলে কষ্ট বেড়েছে মানুষের। উঁচু বা খাড়া সেতুতে উঠতে নামতেই কম্ব শেষ শিশু ও বয়স্কদের।
Leave a Reply