স্মৃতি সরকার : সুচিতা , পবিত্রতা এবং ” পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ । ” ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় বিষয়ে সচেতনমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো ১২ জানুয়ারি ।
ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের দক্ষিণ ঋষিপাড়ায় বিকাল ৩ টায় ক্যাম্পেইন – এর আয়োজন করা হয় । স্বেচ্ছাসেবী সংগঠন ” বিডি ক্লিন ” এবং স্থানীয় ধর্মীয় ও সমাজসেবা মূলক সংস্থা ” জগৎপতি শ্রীকৃষ্ণ সেবাশ্রম ” – এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আলোচনায় বক্তাগণ অপ্রয়োজনীয় অপচনশীল দ্রব্য দ্বারা পরিবেশের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এ জাতীয় দ্রব্য যেখানে সেখানে না ফেলে বস্তার ভেতরে রাখার পরামর্শ দেন ।
এছাড়া অপ্রয়োজনীয় পচনশীল দ্রব্য মাটিতে পুতে রেখে দূর্গন্ধ ও জীবাণুমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন । তারা পরবর্তী প্রজন্মকে দূষণমুক্ত পরিচ্ছন্ন পৃথিবী উপহার দেয়ার জন্য অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হয়ে কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ দেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন খুলনা টিমের সদস্য মোঃ আলম , শাইয়ান আলম , শাফিন শিকদার এবং সেবাশ্রমের প্রতিষ্ঠাতা , কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্মৃতি সরকার , কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি জগবন্ধু মল্লিক ও প্রচার সম্পাদক তন্দ্রা মজুমদার ।
Leave a Reply