বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বড়াইগ্রাম উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অর্নাস কলেজে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয়ার্ধে প্রত্যক্ষ ভোটে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে সভাপতি, প্রধান শিক্ষক সামসুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জুকে যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক আজমা খাতুন শিউলীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, স্বাশিপের সহসভাপতি অধ্যক্ষ একরামুল হক, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুনসুর রহমান, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন প্রমুখ। সম্মেলনে উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।
Leave a Reply