রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে ও আইচগাতী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দু:স্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ১৩ জানুয়ারী বিকালে স্থানীয় উল্কা ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মহিউদ্দিন খান প্রিতমের পরিচালনায় বক্তৃতা করেন এমপি কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি, শামীম হাসান তুহিন, শামীম হাসান লিটন, শাহনেওয়াজ কবীর টিংকু, মইনুল ইসলাম লিয়ন, মিরাজ সরদার, মো: বাপ্পী, রাকিবুল ইসলাম, শামীম হোসেন, হাসানুর রহমান, সুমন, সোলায়মান শিকদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় ১ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply