নিজস্ব প্রতিবেদক : ১২ জানুয়ারী আজ সকালে রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের জন্য লেআউট প্রদান সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে স্কুলের সম্প্রসারিত ভবনের এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পচাআশি লাখ টাকা ব্যায়ে এ অর্থবৎসরের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হবে। তিনতলার ভিত্তিতে জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ জিয়াউল হক কন্সট্রাকশন কোং প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের কাজের সুচনায় লেআউট সম্পাদন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার। এসময় নির্ধারিত সময়ে মধ্যে প্রকল্প সফল সমাপ্তির জন্য দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আইযুব আলী।দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন আজাদ আবুল কালাম, খুলনা ৪ আসনের সংসদ সদস্যর কোঅর্ডিনেটর নোমান ওসমান রিচি,প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, সৈয়দ আওরাঙ্গজেব স্বর্ণ,শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আব্দুল্লাহ হেল বাকী।রূপান্তরের অফিসার গোলাম মোস্তফা, ক্রীড়ানুরাগী প্রশান্ত দে ও সিরাজুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান ও আব্দুস সবুর।
Leave a Reply