রূপসা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সদস্যে’র সংবর্ধনা অনুষ্ঠান এন এন এসকে মহিলা দাখিল মাদ্রাসার শ্রেনীকক্ষে ২৬ জানুয়ারী বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম (মিস্টার বাংলাদেশ)।
সংবর্ধিত অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সদস্য ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মুকুল।
সভায় সভাপতিত্ব করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল। সাংবাদিক আল-মাহমুদ প্রিন্সে’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মাদরাসা সুপার মো. খবির উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজসেবী আলহাজ্ব আবু হারুনার রশিদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক, অনুশীলন মজার স্কুলের পরিচালক অলোক চন্দ্র দাস, রূপসা উন্নয়ন সংস্থার সহ-সভাপতি তারেক আহম্মেদ টিপু, ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু, মো. ইলিয়াস শেখ, ইউপি সদস্য মো. আসাবুর রহমান, আব্দুল গফুর খান, আব্দুল জব্বার শেখ, নাজির শেখ, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, মো. সেলিম শেখ, মাদ্রাসার শিক্ষক সাংবাদিক তৌহিদুল ইসলাম কচি, প্রশান্ত দে, কামরুল হাসান শান্ত, লিপিকা রানী দাস, আবু তাহের, সাব্বির শেখ প্রমুখ।
Leave a Reply