পিরোজপুর প্রতিনিধি : কাউখালী উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা হলরুমে কেন্দ্রীয় কমিটির উপস্থিতে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
খান মোঃ বাচ্চুকে সভাপতি এবং বিকাশ হালদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম মন্টু এবং পিরোজপর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইয়াকুব আলী এবং সদস্য সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ সহ তৃতীয় শ্রেণির কর্মচারীর ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান।
Leave a Reply