রূপসা প্রতিনিধি : সংগঠনই শক্তি-সমবায়ই মুক্তি এ প্রতিপাদ্যে রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র ৩৭ তম বার্ষিক সাধারণ সভা ২৭ জানুয়ারী’২১ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন রূপসা ইউসিসিএ লিমিটেড’র সভাপতি এ্যাডভোকেট সুশীল কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। সাধারণ সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তারেক ইকবাল আজিজ।
সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার কাজী সাইদুজ্জামান, জুনিয়র অফিসার অমিত কুমার সরকার, হিসাব সহকারী মো. রবিউল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি গোপাল চন্দ্র মন্ডল, আবু আফজাল সরদার, আব্দুল গফ্ফার শেখ, সামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ীদের পুরষ্কারের পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আহবান জানানো হয়।
Leave a Reply