বটিয়াঘাটা প্রতিনিধি : গত শুক্রবার মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ম্যারাথন দৌড় বটিয়াঘাটা উপজেলা পর্যায়ের অনুষ্ঠান বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলা পর্যায়ের দৌড় প্রতিযোগীতার উদ্ভোদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খাঁন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যশোর ক্যান্টনমেন্ট এর ৫৫ পদাতিক বাহিনীর মেজর এস.এম ফয়সাল আলম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লেঃ আরিফুজ্জামান, আওয়ামীলীগের উপজেলা সম্পদক দিলীপ হালদার, ওসি রবিউল কবির, ভাইসচেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেল সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, অধ্যক্ষ শশাংক মন্ডল, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বিআরডিবি চেয়ারম্যান এসএম ফরিদ রানা, ওয়ারেন্ট অফিসার মোঃ মাসুদ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদিউজ্জামান, ইসমাইল হোসেন বাবু, হাদি সর্দার, গোলাম হাসান, জিএম মিলন গোলদার, আশিকুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ক্রিড়া সংগঠানের নেতৃবৃন্দ সহ ৫ শতাধিক দৌড়বিধ ম্যারাথনে অংশগ্রহণ করেন। তিন কিলোমিটার পথ অতিক্রম করে ১ম স্থান অধিকার করেন তরুন সরকার, ২য় স্থান অধিকার করেন ফাহাদ হোসেন, ৩য় স্থান অধিকার করেন পারভেজ আহমেদ। পরে বিজয়ীদের পুরস্কৃত হবে।
Leave a Reply