বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্দোগে ইসলামে মাতৃভাষা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
অনুষ্ঠানে আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমীরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, মাওঃ আব্দুর রশিদ, মোঃ আবুল কাশেমসহ নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, মাতৃভাষা আল্লাহ তা’আলার মহান নেয়ামত। দ্বীনের প্রচারে মাতৃভাষায় বুৎপত্তি অর্জনের বিকল্প নেই। কারণ প্রত্যেক নবী-রাসূলকে নিজের মাতৃভাষায় আসমানি কিতাব প্রদান করা হয়েছে। বাংলা ভাষা আমাদের গর্ব। সুতরাং এই ভাষায় ইসলামী সাহিত্য এবং দাওয়াতের শ্রেষ্ঠ নমুনা স্থাপন করতে হবে।
Leave a Reply