রূপসা প্রতিনিধি : রূপসায় চিরসবুজ সংঘ কর্তৃক আয়োজিত সবুজ-আব্দুল্লাহ-মহিদুল-শরীফ-শুভ স্মৃতি ৮ দলীয় দিবানৈশ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা গত ২২ ফেব্রুয়ারী বিকেলে সামন্তসেনা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবীদ আজাদ আবুল কালাম। সংগঠনের সভাপতি অধ্যক্ষ খান মারুফুল হকের সভাপতিত্বে নুরুল হুদা চন্দনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, ফ.ম.আঃ সালাম, শিক্ষক বাকির হোসেন বাকু, ইউপি সদস্য শেখ জাকির হোসেন, মোকসেদ শেখ, মোঃ ইলিয়াজ শেখ, আওয়ামীলীগ নেতা ফ,ম, আইয়ুব আলী, নাজির শেখ, কামাল শেখ, নুর মোহাম্মদ শেখ, আজমল ফকির, শান্ত দে, আসাদুজ্জামান স্বপন, এস কুদরত আলী, শফিকুল ইসলাম ইমন, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, মহিউদ্দিন মানিক, মহিউদ্দিন মিন্টু, এ্যালিজ, অনঙ্গ চট্টপাধ্যায়, হারুন শেখ, রাজু ফকির, জনি, হাসান ফারাজি, ইউসুফ প্রমূখ।
Leave a Reply