আশরাফুল আলম, ডুমুরিয়া : চলতি মাসের ২৭ তারিখ শনিবার নিরাপেক্ষ নির্বাচনের দাবীতে খুলনার হাদিস পার্কে ডাকা সমাবেশ সফল করার লক্ষে সোমবার বিকেলে ডুমুরিয়ার উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় এক প্রস্তুতি সভা করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ’র সভাপতিত্বে সভায় বক্তব্যদেন, যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আ’হালিম, মোল্যা কবির হোসেন, অরুণ কুমার গোলদার, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আনিচুর রহমান মোড়ল, মোণ্যা মশিউর রহমান, মাহাবুর রহমান শেখ, আইয়ুব মাষ্টার, মোঃ দেলোয়ার হোসেন, আমিরুল ইসলাম হালদার, জহুরুল হক, সরদার মোজাফফার, আহম্মাদ আলী ফকির, শাহাদাৎ হোসেন, গোলাম সরোয়ার, একরামুল হক, শহিদুজ্জামান শহিদ, শেখ আ’ গফফার, আজমল হুদা মিঠু, আ’ ছালাম সরদার, শাহেদুজ্জামান বাবু, আফজাল বিশ্বাস, মশিয়ার রহমান, আবু বক্কার, আ’ গফুর, হযরত আলী, আইয়ুব আহম্মেদ, সেলিম হালদার, হাফিজুর বিশ্বাস, ডাঃ জিয়া, বিপুল মন্ডল, আবরার হোসেন, শেখ আ’ রশিদ, জাহাতাফ গাজী, নজরুল হালদার, আ’ হাই, মুজার শেখ,এনামুল হোসেন, জুয়েল শেখ, ছাদেক বিশ্বাস, ইলিয়াস শিকদার, রাছেল হালদার প্রমূখ।
Leave a Reply