রূপসা প্রতিনিধি : রূপসায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি আজ ২৪ ফেব্রুয়ারী সকালে আইচগাতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল।
এসময় উপস্থিত ছিলেন প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) খুলনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব অনুপ রায়, ইউপি সদস্য চয়নিকা খান, লিগ্যাল এইডের উপজেলা সমন্বয়কারী পাপিয়া আক্তার প্রমূখ।
Other features: good battery life: yes touch effect: invincible appearance material: comfortable