রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের সিন্দুরডাঙ্গা গ্রামে যুব ও কিশোরদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ৪ দলীয় স্বপ্ল ওভারের ক্রীকেট টূর্নামেন্ট ১৯ মার্চ রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় তুহিন বিশ্বাসের টিমকে হারিয়ে উত্তম বিশ্বাসের টিম এবং মিঠন বিশ্বাসের টিমকে পরাজীত করে রিপন বিশ্বাসের টিম দ্বিতিয়ার্ধে উত্তির্ন হয়। পরবর্তীতে ফাইনাল খেলায় উত্তম বিশ্বাসের টিমকে হারিয়ে রিপন বিশ্বাসের টিম বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য স্বপ্না রানী পাল, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী রনজিৎ বিশ্বাস, দিনবন্ধু বিশ্বাস, তুহিন বিশ্বাস, ক্রীড়ামদি বিনয় বিশ্বাস, মিলন মহলদার, পলাশ বিশ্বাস, রতন বিশ্বাস, মিঠুন, শ্যাম, পিন্টু, সোহাগ, শুভ, শুব্রত, প্যারিস, প্রীতম, শাহজালাল, চানমনি বিশ্বাস, মিনতি বিশ্বাস, ঝুনু বিশ্বাস প্রমূখ।
Leave a Reply