নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যহত রেখেছেন তেরখাদা উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনার আলোকে করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের অংশ হিসেবে
বুধবার (০৭ এপ্রিল) উপজেলা সদরের বাসস্ট্যান্ড, মুজির মোড় বাস স্ট্যান্ড, আদমপুুর দবিরের ব্রিজ বাস স্ট্যান্ড বলদ্ধর্না মোড় বাস স্ট্যান্ড ও মাটিয়ারকুল ব্রিজ স্ট্যান্ড সহ জনবহুল বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক, স্যানিটাইজার বিতরণ, জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন।
এ সময় মাস্ক ব্যবহারসহ সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগনকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও মাস্ক না পড়ার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ টি মামলায় ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে করোনা সুরক্ষায় মাস্ক পরিধান একটি অপরিহার্য বিষয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করতে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply