চিত্ত রঞ্জন সেন, রূপসা : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলী চাদপুর গ্রামের গৃহবধু কৃষ্ণা রাণী পালের (৩৫) প্রাণ গেল অসময়ের ঝড়ে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায় ২৭ ফেব্রুয়ারী সন্ধা ৬টা ১০ মিনিটে শীলা বৃষ্টি এবং ঝড়ের কবলে পড়ে নিজের বসত ভিটায় রোপন কৃত শতবর্ষ পুরানো একটি নারকেল গাছ ভেঙ্গে পড়ে গৃহবধু কৃ্ষ্ণা রাণী পালের মাথার উপর। পরবর্তীতে পরিবরের লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোশনা করে।
গৃহবধুর মৃতুর খবর শুনে স্বজনদের আহজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।কৃষ্ণা রাণী পালের এক ছেলে এক মেয়ে ও স্বামী সহ অসংখ্যা গুনগ্রাহী রয়েছে। তার মৃতুর খবর শুনে ঘটনা স্থলে ছুটে আসেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্যা অহিদুজ্জামান মিজান, পুটিমারী পাড়ী পুলিশের ইনচার্জ বাবলা দাশ প্রমুখ।
Leave a Reply