আশরাফুল আলম, ডুমুরিয়া : উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার দর্শক’র উপস্থিতিতে চুড়ান্ত পর্বের খেলায় অংশ গ্রহণ করে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ধামালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলাটি নির্ধারিত সমযের মধ্যে ০-০ গোলে শেষ হয। পর ট্রাইব্রেকারে ১১-১০ গোলের ব্যবধানে ধামালিয়াা ফুটবল একাদশকে হারিয়ে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয। খেলায় ডুমুরিয়া দলের গোল রক্ষক ইরান ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে বিবেচিত হন। এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন মেহেদী। খেলা পরিচালনা করেন, এস এম কামাল হোসেন সহকারী হিসেবে ছিলেন, গাজী মোশাররফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি, শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি কাজি আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, ধামালিয়া ইউপি চেয়ারম্যান এম জহুরুল হক, ডাক্তার দীন মোহাম্মদ খোকা, জিয়েলতলা আশ্রমের অধ্যক্ষ নারায়ণ গোস্বামী, আ’লীগনেতা আবু সাইদ সরদার, এম সুলতান আহম্মেদ। অন্যান্যর মধ্যে বক্তব্যদেন, নওশের বাগাতি, শিবপদ গোলদার, শেখ কামরুজ্জান টিপু, আছাদুজ্জান পারভেজ, অশোক কুমার সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার খান, দেলোয়ার হোসেন প্রমূখ।
প্রতি খেলায় একজন সেরা দর্শককে পুরস্কার দেওয়া হয়। হাজার দর্শক’র মধ্যে কেশবপুর উপজেলার জমির উদ্দিন সরকার নামে এক ব্যক্তি সেরা দর্শক হিসেবে বিবেচিত হন।
এছাড়া শোভনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তিন প্রজম্মের ৫২ জন পুরাতন ও নবীন খেলোয়াড়কে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা দেওয়া হয়। এবং কয়েকজনকে স্বর্ণ পদক ভূস্মিত করা হয।
Leave a Reply