রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা ২৩ নভেম্বর বেলা ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুজ্জামান।
বক্তৃতা করেন, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব ইসহাক সরদার, নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মেতালেব হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আজিজুল হক কাজল, এসএম হাবিব, ইউপি সদস্য রিনা পারভিন প্রমূখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, পল্লিবিদ্যুৎ কর্মকর্তা আব্দুল হালিম, তথ্য আপা দীলশান আরা, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত, আনসার-ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় রূপসা এলাকায় ইট বহন ট্রলী, বাল্য বিয়ে-ইভটেজিং, শিশু গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে নির্মূল করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply